You have reached your daily news limit

Please log in to continue


নর্দার্ন আয়ারল্যান্ডে গাড়ি বোমা বিষ্ফোরণের ঘটনায় ৪ জন আটক

নর্দার্ন আয়ারল্যান্ডের লন্ডনডেরি শহরের আদালত ভবনের বাইরে গত শনিবার একটি গাড়িতে বোমা বিস্ফোরণের ঘটনায় সন্দোহভাজন হিসেবে ৪ জনকে গ্রেফতার করা হয়েছে এবং নতুন জঙ্গী সংগঠন আইআরএ এই হামলার জন্য দায়ি কিনা পুলিশ তা তদন্ত করে দেখছে বলে কর্মকর্তারা জানিয়েছেন। রয়টার্স গ্রেফতারকৃতদের মধ্যে ২জনকে শনিবারই আটক করা হয়েছে যাদের বয়স ১৯ কিংবা ২০ হবে । আর বাকি ২জনকে রোববার গ্রেফতার করা হয়েছে যাদের বয়স ৩৪ ও ৪২ হবে বলে রয়টার্স সংবাদ সংস্থা জানায়।পুলিশের সহকারি প্রধান কনেস্টবেল মার্ক হেমিল্টন একটি সংবাদ সম্মেলনে জানিয়েছেন, ‘সৌভাগ্য যে এই হামলায় কেউ নিহত কিংবা আহত হয়নি কিন্তু এটা পরিষ্কার যে, হত্যা করার জন্য এই একটি ভয়ঙ্কর চেষ্টা ছিলো।’তিনি আরও জানিয়েছেন, প্রধানত তারা আইআরএ জঙ্গী সংগঠনকে সন্দোহ করে তদন্ত শুরু করেছে। যারা মুলত ব্রিটিশ শাসিত প্রদেশে ১৯৯৮ সালে শান্তি চুক্তির বিরোধিতায় অল্প সংখ্যক গোষ্ঠীগুলির মধ্যে একটি ছিল যা তিন দশক যাবত এই সহিংসতা চলে। তারা সাম্প্রতি বছরগুলিতে বিচ্ছিন্নভাবে আক্রমণ চালাচ্ছে।নর্দার্ন আয়ারল্যান্ডের পুলিশ এবং ইউরোপিয়ান ইউনিয়নের সদস্যরা কঠোরভাবে সতর্ক করে দিয়েছে যে ব্রেক্সিটের পরে দুই সীমান্তে জোরদার করার জন্য যা জঙ্গি গোষ্ঠীকে নির্মূল করতে সহায়ক হবে।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন