কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

You have reached your daily news limit

Please log in to continue


একাদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে মনোনয়নপত্র সংগ্রহ জেনিফার ফেরদৌস

একাদশ জাতীয় সংসদের বাগেরহাট-৩ থেকে সংরক্ষিত নারী আসনের আওয়ামী লীগের মনোনয়নপত্র সংগ্রহ করেছেন শোবিজ মিডিয়ার প্রিয় মুখ ও যুব মহিলা লীগের নেত্রী জেনিফার ফেরদৌস। জেনিফার ফেরদৌস একাধারে উপস্থাপিকা, মডেল এবং টিভি অভিনেত্রী। আজ ১৭ জানুয়ারি বৃহস্পতিবার আওয়ামী লীগ সভাপতির ধানমণ্ডির রাজনৈতিক কার্যালয়ে থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন জেনিফার ফেরদৌস।মনোনয়ন ফরম সংগ্রহের পর তাত্ক্ষনিক প্রতিক্রিয়ায় জেনিফার ফেরদৌস বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাহসে বলীয়ান হয়ে মনোনয়ন ফরম কিনলাম। সংরক্ষিত নারী আসনে এমপি হয়ে সংসদে যাওয়ার সুযোগ হলে দেশের জন্য কাজ করব।মিডিয়াতে কাজ শুরুর আগে থেকেই জেনিফার ফেরদৌস ছাত্র জীবন থেকেই নিয়মিত রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন। যুব মহিলা লীগের  কেন্দ্রীয় কমিটি, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সাংগঠনিক সম্পাদিকা,বাংলাদেশ হিউম্যান রাইটসের কেন্দ্রীয় সম্মন্বয়ক, পিপিবি’র সদস্য তিনি। এবার মিডিয়ার পাশাপাশি দেশের মানুষের পাশে থেকে কাজ করতে চান। তার বাবা এ কে এম ফেরদৌস।জেনিফার ফেরদৌস বলেন,বাগেরহাটে আমার দাদার নামে একটা স্কুল আছে। এর নাম হলো আবদুল মাজেদ মাস্টার মেমোরিয়াল প্রি-ক্যাডেট স্কুল। নিজ এলাকার মানুষজন আমাদের অনেক ভালোবাসেন। আমিও তাদের কল্যাণে কাজ করতে চাই। তিনি আরও বলেন, দেশের আপামর মানুষের জন্যে বড় আকারে কিছু করতে গেলে বড় রাজনৈতিক প্লাটফর্ম প্রয়োজন। তেমনি জনগণের দৌড়গড়ে যেতে হলে জন-প্রতিনিধি হওয়াটা জরুরি। এই জন্যেই আমি জন-প্রতিনিধি হয়ে মানুষের সেবা করার ইচ্ছে পোষণ করেছি। মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাই একমাত্র আমার ইচ্ছা পূরন করতে পারেন। সবাই আমার জন্য দোয়া করবেন।উল্লেখ্য, নির্বাচন কমিমন ইতোমধ্যেই ঘোষণা দিয়েছে সংরক্ষিত আসনে নির্বাচনের জন্য আগামী ১৭ ফেব্রুয়ারি তফসিল ঘোষণা করবে। প্রতি ছয়টি আসনের জন্য একটি দল ও জোট একজন করে সংরক্ষিত নারী সংরক্ষিত সদস্য পাবে। এ পদ্ধতিতে এবার আওয়ামী লীগ তাদের নির্বাচিত ২৫৭ জন সংসদ সদস্যের জন্য ৪৩টি সংরক্ষিত সদস্য পদে মনোনয়ন দিতে পারবে।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন