![](https://media.priyo.com/img/500x/https://paloimages.prothom-alo.com/contents/cache/images/600x315x1xxxxx1/uploads/media/2019/01/17/cc7142e49425506d26c197b2f027de50-5c40a56ad9ab4.jpg?jadewits_media_id=1410337)
দাউদকে হত্যার পরিকল্পনাকারী পাকিস্তানে খুন!
প্রথম আলো
প্রকাশিত: ১৭ জানুয়ারি ২০১৯, ২১:৫১
দাউদ ইব্রাহিমের অন্যতম ঘনিষ্ঠ সহযোগী ফারুখ দেবদিওয়ালা পাকিস্তানের করাচিতে খুন হয়েছেন। বলা হচ্ছে, ফারুককে হত্যার পেছনে কলকাঠি নেড়েছেন দাউদের অপর ঘনিষ্ঠ সহযোগী ছোটা শাকিল। ফারুককে হত্যার কারণ হিসেবে ভারতের গণমাধ্যমগুলোর খবরে বলা হয়েছে, দাউদ ইব্রাহিমকে হত্যার ষড়যন্ত্রের পেছনে ছিলেন ফারুক। সেই খবর পেয়েই তাঁকে সরিয়ে দেওয়া হয়েছে।