কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

You have reached your daily news limit

Please log in to continue


নির্বাচনের ফলাফল বাতিল করে নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন দিতে হবে : মুহাম্মদ রেজাউল করীম

ইসলামী আন্দোলন বাংলাদেশ- আইএবি’র আমীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম পীর সাহেব চরমোনাই স্মারকলিপি কর্মসূচিতে প্রশাসনের বাধার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে সংক্ষিপ্ত বক্তব্যে বলেছেন, জালিয়াতির নির্বাচনের ফলাফল বাতিল করে নির্দলীয় সরকারের অধীনে পুনরায় নির্বাচন দিতে হবে। এ নির্বাচনে জনগণকে চরম ধোকা দিয়েছে। বুধবার বিএমএ ভবনের সামনে আইএবি আয়োজিত দলের সংসদ সদস্য প্রার্থীদের সমাবেশে তিনি এসব কথা বলেন। আইএবি’র আমীর বলেন, দেশের মানুষ পরিবর্তনের জন্য ভোট দিতে না পারায় আফসোস করছেন। স্বাধীনতার ৪৭ বছর পরও মানুষ ভোট ও মানবাধিকার থেকে বঞ্চিত হয়েছে। এই ভোটের কারণেই পারুল বেগমরা নির্যাতিত ও ধর্ষিত। এখন আবার উপজেলা নির্বাচনের নামে আরেক প্রহসনের চক্রান্ত চলছে। জনগণের অধিকার কেড়ে নিয়ে সরকারের আখের রক্ষা হবেনা। বিশ্বের কোন স্বৈরশাসক রেহাই পায়নি। এই সরকারও রেহাই পাবে না। ইসলামী আন্দোলন বাংলাদেশ- আইএবি’র মহাসচিব প্রিন্সিপাল মাওলানা ইউনুছ আহমাদ বলেন, ৩০ ডিসেম্বরের ধোকাবাজি, প্রহসন ও ভোট জালিয়াতির নির্বাচনের নজির নেই। সরকার ও নির্বাচন কমিশনকে প্রতারণা ও ধোকাবাজির নির্বাচনের জন্য জাতির কাছে ক্ষমা চাওয়া উচিত। আইএবি’র মহাসচিব বলেন, প্রেসক্লাবের সামনে আইএবি’র ২৯৮জন সংসদ সদস্য প্রার্থী নির্বাচনের ফলাফল বাতিল করে পূনঃনির্বাচনের দাবিতে এ কর্মসূচি পালনের কথা থাকলেও পুলিশের বাধায় বিএমএ ভবনের সামনে প্রার্থীরা জমায়েত হয়। পরে বিএমএ ভবনের সামনে দলের সংসদ সদস্য প্রার্থীরা জমায়েত হওয়ার পর সেখান থেকে দলের প্রেসিডিয়াম সদস্য প্রিন্সিপাল মাওলানা সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল-মাদানীর নেতৃত্বে ৫ সদস্যের একটি প্রতিনিধি দল বঙ্গভবনে গিয়ে প্রেসিডেন্টের বরাবরে স্মারকলিপি পেশ করেন। প্রেসিডেন্টের পক্ষে প্রেসসচিব জয়নুল আবেদীন স্মারকলিপি প্রহণ করেন। প্রতিনিধিদলে ছিলেন মহাসচিব প্রিন্সিপাল মাওলানা ইউনুছ আহমাদ, নায়েবে আমীর মাওলানা আব্দুল হক আজাদ, রাজনৈতিক উপদেষ্টা অধ্যাপক আশরাফ আলী আকন, সহকারী মহাসচিব মাওলানা আবদুল কাদের ও শিল্প বিষয়ক সম্পাদক আলহাজ আব্দুর রহমান।জমায়েতে আরও বক্তব্য রাখেন দলের প্রেসিডিয়াম সদস্য প্রিন্সিপাল মাওলানা সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল-মাদানী, নায়েবে আমীর মাওলানা আব্দল হক আজাদ, মহাসচিব অধ্যক্ষ মাওলানা ইউনুছ আহমাদ, মাওলানা গাজী আতাউর রহমান ও মাওলানা ইমতিয়াজ আলম প্রমুখ।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন