![](https://media.priyo.com/img/500x/http://cdn.banglatribune.com/contents/cache/images/600x315x1/uploads/media/2019/01/15/12ca7ec6e314568c99eb5054c721c123-5c3dcf91d1460.jpg?jadewits_media_id=433609)
মস্কো যত দেখি ততই অবাক লাগে
বাংলা ট্রিবিউন
প্রকাশিত: ১৫ জানুয়ারি ২০১৯, ১৮:৩২
মস্কোতে এসে নীলক্ষেতকে মিস করছি ভীষণ! ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তো বটেই, ঢাকা শহরে পড়াশোনা করা ছেলেমেয়েদের কাছে নীলক্ষেত প্রয়োজনীয় একটি জায়গা। ফটোকপি থেকে শুরু করে কতোরকম কাজ সেখানে কত কম খরচেই না করতাম। আহা নীলক্ষেত!
মস্কোতে আসার কদিন পরই হন্যে হয়ে কিছু কাগজপত্র ফটোকপি...