মার্কিন নির্বাচনে রুশ হস্তক্ষেপ তদন্ত এক ধরণের ভাওতাবাজি : ট্রাম্প
মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রুশ হস্তক্ষেপ নিয়ে তদন্ত করছে স্টেট ডিপার্টমেন্টের স্পেশাল কাউন্সিল। সম্প্রতি দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাশিয়ার হয়ে কাজ করছেন কিনা তা খতিয়ে দেখার চেষ্টা করা হয়েছে। নিজের বিরুদ্ধে এমন অভিযোগে ক্ষুব্ধ হয়ে পুরো তদন্ত প্রক্রিয়াকেই হাস্যকর ও এক ধরণের ভাওতাবাজি বলে সোমবার হোয়াইট হাউজে মন্তব্য করেছেন ট্রাম্প। সিএনএন২০১৬ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রাশিয়া ট্রাম্পের হয়ে হস্তক্ষেপ করেছে বলে অভিযোগ রয়েছে। এটি তদন্তাধীন থাকাবস্থায় বিভিন্ন অনুষ্ঠানে মোট ৫ বার ট্রাম্প রুশ প্রেসিডেন্ট ভøাদিমির পুতিনের সঙ্গে সাক্ষাতও করেছেন যা নিয়েও সন্দেহ গভীর হয়েছে। এমন পরিস্থিতিতে গোয়েন্দা ও তদন্ত সংস্থাগুলোর মধ্যে একটি প্রশ্ন ঘোরপাক খাচ্ছে তা হলো, ‘ট্রাম্প রুশ এজেন্ট হিসেবে মস্কোর হয়ে কাজ করছেন কিনা?’ট্রাম্প এখন স্পেশাল কাউন্সিলর রবার্ট মুলার ও তার সাবেক কর্মস্থল মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা এফবিআই নিয়ে প্রশ্ন তোলা শুরু করেছেন। তার দাবি, মুলার কমিটির কোন অর্জন নেই। কিন্তু, মার্কিন নির্বাচনে রুশ হস্তক্ষেপের তদন্তে এ পর্যন্ত ১৯২ টি অপরাধসহ ৩৬ জন ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ পাওয়া গেছে। এর মধ্যে ৭ জনকে দোষী সাব্যস্ত করার জন্য আবেদন করা হয়েছে, ৪ জনকে ইতোমধ্যেই কারাদ- দেয়া হয়েছে এবং আরো ১ জনকে বিচারে অভিযুক্ত প্রমাণ করা হয়েছে বলে মুলার কমিটি জানিয়েছে।এতো প্রমাণ পাওয়া সত্ত্বেও ট্রাম্পের অভিযোগ ভিত্তিহীন এবং এসব মার্কিনিদের জন্য লজ্জাজনক বলে মুলার কমিটির দাবি। এখন এই বিষয়টি নিয়ে পার্লাপাল্টি দোষারোপ শুরু হয়েছে।