‘মুন্নাভাই থ্রি’ অনিশ্চিত!
প্রথম আলো
প্রকাশিত: ১৪ জানুয়ারি ২০১৯, ১৬:৫৬
‘আমি জানি স্ক্রিপ্ট প্রায় তৈরি। অভিজিৎ যোশি এরই মধ্যে লেখার কাজ শেষ করেছেন। এখন ঘষামাজার কাজ চলছে। এ বছর মাঝামাঝি বা শেষ দিকে সিনেমাটি শুটিং ফ্লোরে পৌঁছাবে। আমি আর সঞ্জয় দত্ত তো আছিই। ব্যস, এটুকুই জানি।’ সম্প্রতি পিটিআইকে বলেছেন ‘মুন্নাভাই’ সিরিজের অন্যতম অভিনেতা আরশাদ ওয়ার্সি।