![](https://media.priyo.com/img/500x/https://www.banglanews24.com/media/imgAll/2018October25/bg/Bogura_Dog_BG20190114101022.jpg)
পিয়াসের ‘ডগ স্কোয়াড’
বাংলা নিউজ ২৪
প্রকাশিত: ১৪ জানুয়ারি ২০১৯, ১০:১০
বগুড়া: ‘মানুষ বেঈমানি করতে পারে। তবে পোষা কুকুর কখনো বেঈমানি করে না’ সমাজে প্রচলন রযেছে এমন কথার। কিন্তু এসব কুকুর পোষা না। তবু আগন্তুক নতুন এই মনিবকে ওরা কখনো ভয় পায় না। মনিবও ভয় পায় না ওদের। উল্টো কুকুরগুলো সব সময় আগলে রাখে তার আগন্তুক মনিবকে।