কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

You have reached your daily news limit

Please log in to continue


আন্তর্জাতিক সম্প্রদায় চুক্তিহীন ব্রেক্সিট চায় না : অ্যাবে

আব্দুর রাজ্জাক : ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) থেকে ব্রিটেনের বের হয়ে যাওয়ার প্রক্রিয়া ব্রেক্সিট নিয়ে বিপাকে রয়েছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী থেরেসা মে। এরই মধ্যে চুক্তিহীন ব্রেক্সিট আন্তর্জাতিক সম্প্রদায় সমর্থন করে না বলে মন্তব্য করেছেন জাপানের প্রধানমন্ত্রী শিনজো অ্যাবে। বিবিসি বৃহস্পতিবার মে’র সঙ্গে এক আলোচনা বৈঠকের পর অ্যাবে বলেন, পুরো বিশ্ব চুক্তিহীন ব্রেক্সিটের বিরোধী। তাই সকল শঙ্কার অবসান ঘটাতে ব্রিটেন এমন পদক্ষেপ থেকে সরে আসবে বলে আশা করা যায়। তবে ব্রিটেনকে ইইউ ত্যাগের ব্যাপারে সর্বাত্বক সহায়তা করবে জাপান। ব্রেক্সিট পরবর্তী ব্রিটেনের সঙ্গে সম্পর্ক আরো জোরদারসহ বিনিয়োগও বাড়ানো হবে। মে ইতোমধ্যেই ব্রেক্সিট নিয়ে পার্লামেন্টের ভোটে অন্তত দুইবার পরাজিত হয়েছেন। চুক্তিহীন ব্রেক্সিট ঠেকাতে বিরোধী দলীয় এমপিরা মে’র বিরোধীতা করছেন, এতে নতুন করে যোগ দিয়েছেন ক্ষমতাসীন কনজার্ভেটিভ দলের ২০ জন এমপি। উল্লেখ্য, চুক্তিহীনভাবে ইইউ ত্যাগের আশঙ্কায় ব্রেক্সিটের পর ইতোমধ্যেই ৬ দিন শাটডাউনের ঘোষণা দিয়েছে জাপানি গাড়ি কোম্পানি হোন্ডার যুক্তরাজ্য শাখা। ইইউ ছাড়ার পর কূটনৈতিক ও সীমান্ত ইস্যুতে ব্রেক্সিটের পরিণতি কী হয় তা পর্যবেক্ষণ করতেই বন্ধ রাখা হবে বলে কোম্পানিটি জানিয়েছে।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন