![](https://media.priyo.com/img/500x/https://paloimages.prothom-alo.com/contents/cache/images/600x315x1xxxxx1/uploads/media/2019/01/10/b6969f1bca11b5229141e1ecb78a8960-5c37032e02147.jpg?jadewits_media_id=1408591)
ইঞ্জিনিয়ার থেকে নায়ক হলেন যেভাবে...
প্রথম আলো
প্রকাশিত: ১০ জানুয়ারি ২০১৯, ১৪:২৯
গত বছরটা খুবই ভালো কেটেছে বলিউড অভিনেতা ভিকি কুশলের। রাজি, সঞ্জু, মনমর্জিয়া—এই তিন ধারার ছবিতে তাঁকে তিন ভিন্ন চরিত্রে দেখা গেছে। আর সব চরিত্রেই তিনি দর্শকের মন জয় করেছেন। আগামীকাল মুক্তি পাচ্ছে ভিকির এ বছরের প্রথম ছবি উরি। ভারতের মুম্বাইয়ের এক পাঁচতারা হোটেলে এ ছবির জের ধরেই গণমাধ্যমের সঙ্গে আড্ডায় বসেছিলেন তিনি। প্রথম আলোর সঙ্গেও আলাপ হয় ভিকির। সার্জিক্যাল স্ট্রাইকের ওপর উরি ছবিটি।...