‘কুলু’ ঘোরে, রস বের হয়
প্রথম আলো
প্রকাশিত: ০৮ জানুয়ারি ২০১৯, ১০:৪০
ভোরের আলো তখনো ফোটেনি। চারপাশে আবছা অন্ধকার। কুয়াশায় মোড়া গ্রাম। মনু নদের বুক থেকে মেঘের মতো জলের ধোঁয়া উড়ছে। মনু নদের এপারে-ওপারে শীতের স্তব্ধ সকাল। তখনো গ্রাম জেগে ওঠেনি। তবে কিছু মানুষ কর্মচঞ্চল। মৌসুমি ফসল ও ফসলকেন্দ্রিক ব্যবসা-বাণিজ্য নিয়ে তারা সরব। গতকাল সোমবার সকালে মৌলভীবাজারের রাজনগর উপজেলার মনু নদের ভাঙারহাট খেয়াঘাটে তখনো খেয়ানৌকা চালু হয়নি। মাঝি আসতে আসতে সূর্যের লাল রং সাদা হয়ে...