কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

অংশগ্রহণমূলক হওয়ায় বেশি শতাংশ ভোট পড়েছে : মানবাধিকার কমিশন

মানবজমিন প্রকাশিত: ০১ জানুয়ারি ২০১৯, ০৮:০০

জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান কাজী রিয়াজুল হক বলেছেন, এবারের নির্বাচন অংশগ্রহণমূলক হওয়ায় বেশি শতাংশ ভোট গণনা হয়েছে। বিশেষ করে তরুণ ভোটারদের ভোট দেয়া ছিল অংশগ্রহণমূলক।আজ মঙ্গলবার রাজধানীর কারওয়ান বাজারে জাতীয় মানবাধিকার কমিশন কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। কাজী রিয়াজুল হক বলেন, এবারের জাতীয় নির্বাচনে কয়েকটি সহিংসতার ঘটনা ঘটেছে। এই নির্বাচন বড় কোনো সংঘাতময় নয়, বরং অংশগ্রহণমূলক হয়েছে। তিনি বলেন, দেশে গণতন্ত্র সমুন্নত রাখার জন্য দলীয় সরকারের অধীনে নির্বাচন হওয়াটাই বাঞ্ছনীয়। তবে দলীয় সরকারকে নির্বাচন কমিশনকে নিরপেক্ষভাবে কাজ করতে দিতে হবে। প্রাক নির্বাচন, জাতীয় মানবাধিকার কমিশনের কার্যাবলি পর্যালোচনা ও নির্বাচন পরবর্তী মানবাধিকার সংরক্ষণে করণীয় বিষয়ে এই সম্মেলনের আয়োজন করে কমিশন।কাজী রিয়াজুল হক বলেন, সবগুলো ভোটকেন্দ্রতেই তিনি অবাধ, শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে ভোট গ্রহণ পর্যবেক্ষণ করেছেন। ভোটকেন্দ্রগুলোয় বিরোধী দলগুলোর পোলিং এজেন্টদের উপস্থিতি প্রসঙ্গে তিনি বলেন, কয়েকটি কেন্দ্রে বিরোধী দলের পোলিং এজেন্ট পেয়েছি। তবে কয়েকটি কেন্দ্রে পাইনি। পোলিং এজেন্ট না থাকা, কেন্দ্রে প্রবেশের বাধার কারণ আমরা পর্যবেক্ষণ করব।তিনি বলেন, বনানী বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজ ভোটকেন্দ্র পরিদর্শনের সময় সাংবাদিকদের কেন্দ্রে প্রবেশের বাধা দেওয়ার ঘটনা তিনি সাংবাদিকদের কাছ থেকে শুনেছেন। অনেক জায়গায় সাংবাদিকদের বাধা দেওয়া হয়েছে বলে তাঁর কাছে অভিযোগ এসেছে। এসব অভিযোগ নির্বাচন কমিশনকে অবহিত করে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি। একইভাবে নির্বাচনের দিন নোয়াখালীর সুবর্ণচর চরজুবলী ইউনিয়নের এক নারী গণধর্ষণের শিকার হওয়ার বিষয়ে মানবাধিকার কমিশনার রিয়াজুল হক বলেন, এই ঘটনাগুলো আমরা জানতে পেরেছি। আমরা নির্বাচন কমিশনের সঙ্গে আলাপ করব, আমলে নেব।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও