![](https://media.priyo.com/img/500x/http://cdn.banglatribune.com/contents/cache/images/600x315x1/uploads/media/2018/12/27/b468f49e4e189e7726d3bd8cac50db57-5c24d8ccf264e.png?jadewits_media_id=427037)
মলাট খুলে ‘মুক্তিযুদ্ধে খ্রিষ্টান সম্প্রদায়’
বাংলা ট্রিবিউন
প্রকাশিত: ২৯ ডিসেম্বর ২০১৮, ১০:০০
নির্মল রোজারিও এবং রঞ্জনা বিশ্বাস রচিত গবেষণাগ্রন্থ ‘মুক্তিযুদ্ধে খ্রিষ্টান সম্প্রদায়’ ডিসেম্বরে প্রকাশিত হয়েছে। বইটি উৎসর্গ করা হয়েছে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। ২৪ ডিসেম্বর গণভবনে প্রাক-বড়দিন উৎসবে বইটির মোড়ক উন্মোচন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।