একে-৪৭ রাইফেল ম্যান অব দ্য ম্যাচ পুরস্কার!
ডেইলি বাংলাদেশ
প্রকাশিত: ১৫ সেপ্টেম্বর ২০১৯, ১৪:৪৮
ক্রীড়াবিশ্বে কোন ম্যাচের সেরা খেলোয়াড়কে ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার হিসেবে দেয়া হয়। সে পুরস্কার ক্রেস্ট, মেডেল, অর্থ অথবা শ্যাম্পেইন বোতল হতেই পারে। কিন্তু রাশিয়ার আইস হকি ক্লাব ইজাস্তাল এবার সেই প্রথা ভাঙল। ম্যাচ সেরার পুরস্কার হিসেবে দলটির গোলরক্ষক সেভলি কনোনোভের হাতে প্রাণঘাতী অস্ত্র 'একে-৪৭ রাইফেল' তুলে দেন ক্লাবটির কোচ। জানা গেছে, শেলমেটের বিপক্ষে ৩-২ ব্যবধানে জয়ের পর ইজাস্তাল কোচ একে-৪৭ রাইফেলটি নিয়ে ড্রেসিংরুমে ঢুকেন। সেখানে তিনি রাইফেলটি ধরে ঘোষণা দেন, এটি তার(গোলরক্ষক সেভলি) সহকর্মীদের দ্বারা নির্বাচিত সেরা খেলোয়াড়কে দেয়া হবে।’
- ট্যাগ:
- খেলা
- ফুটবল
- একে-৪৭
- ক্লাব ফুটবল
- রাশিয়া