কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

চরফ্যাশনে আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে ঘর নির্মাণ

মানবজমিন প্রকাশিত: ১৪ সেপ্টেম্বর ২০১৯, ০০:০০

চরফ্যাশনে আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে জোরপূর্বক ঘর নির্মাণ করছে প্রতিপক্ষ। গত বৃহস্পতিবার চরফ্যাশন পৌরসভার ১নং ওয়ার্ডে এ ঘটনা ঘটে। স্থানীয় ও অভিযোগ সূত্রে জানা যায়, কুলছুমবাগ মৌজার দিয়ারা ১২৭নং খতিয়ানে ৭৩৭৮নং দাগের জমিতে তাজাম্মুল হোসেন বাহালুলের ৭ শতাংশ জমি ক্রয় করে ভোগ-দখলে আছেন আজাদুল ইসলাম। গত ১৮ই সেপ্টেম্বর তাজাম্মুল হোসেন বাহালুলের পুত্র আলী হোসেন (মাহিন) ওই জমি হেবা মূলে মালিকানা দাবি করেন। তার দাবিকৃত দলিলের বিরুদ্ধে চরফ্যাশন সিনিয়র সহকারী জজ আদালতে মামলা করেন আজাদুল। আদালত বিরোধীয় ভূমিতে নিষেধাজ্ঞা আদেশ দেন। নিষেধাজ্ঞা আদেশে উপেক্ষা করে গত ১১ই সেপ্টেম্বর আলী হোসেন মাহিন দলবল নিয়ে জোরপূর্বক ঘর নির্মাণ কাজ শুরু করেন। এতে আজাদুল বাধা দিলে তাকে হুমকি দেন। আজাদুল ইসলাম জানান, আমি খরিদ সূত্রে মালিক হয়ে দীর্ঘ ৮ বছর এই জমি দখলে আছি। মাহিনের পিতা হেবা দলিল প্রতারণার সম্পর্কে আমি জানতাম না। মাহিনও দলিল সম্পর্কে কিছুই প্রকাশ করেনি। এ বিষয়ে মাহিন জানান, আমি আজাদের জমিতে ঘর করি না, আমি আমার দলিলের সম্পত্তিতে ঘর করছি। চরফ্যাশন থানা অফিসার ইনচার্জ সামছুল আরেফিন জানান, এ ঘটনায় কোন অভিযোগ পাইনি, পাইলে আমি আইনগত ব্যবস্থা নেব।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও