চোখ বন্ধ রাখলে কি প্রলয় থামে?
প্রথম আলো
প্রকাশিত: ১৩ সেপ্টেম্বর ২০১৯, ১৮:৫৩
স্বপ্ন তো স্বপ্নই। এর আবার দিন/রাত কি? দিনে দেখলে সেটা হয়ে যায় দিবাস্বপ্ন। যা কখনো পূরণ হয় না। অসাধ্য বা অসম্ভবকে বোঝাতে শব্দটি ব্যবহার করা হয়। রাতেরটা কি পূরণ হয়?সবার জীবনে স্বপ্নের গল্প আছে। আমারও আছে, শুনলে অবাক হবেন। দুএকটা আজ বলব। হাসির (আমার স্ত্রী) অভিযোগ, আশীর্বাদও বলা যায়—এ জগতের সবচেয়ে সুখী মানুষটি হলাম আমি। কাজ-কর্ম নেই,...