নাসিরনগরে সাবেক মন্ত্রীর ভিত্তিপ্রস্তর ভেঙে ফেলা হয়েছে
প্রয়াত মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী অ্যাডভোকেট ছায়েদুল হকের একটি ভিত্তিপ্রস্তর ভেঙে ফেলা হয়েছে। এই খবরে ক্ষোভের সৃষ্টি হয়েছে নাসিরনগরের মানুষের মধ্যে। এলাকার ৫ বার নির্বাচিত সংসদ সদস্য ছায়েদুল হক মন্ত্রী হওয়ার পর ইনস্টিটিউট অব লাইভস্টক সায়েন্স অ্যান্ড টেকনোলজি প্রতিষ্ঠান গড়ে তোলার উদ্যোগ নেন। ২০১৬ সালের ৩০শে এপ্রিল সরাইল-নাসিরনগর সড়কের পাশে মেন্দুরা নামকস্থানে এর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন তিনি। মঙ্গলবার গভীর রাতে কে বা কারা এ ভিত্তি প্রস্তরটি ভেঙে ফেলে। এ খবর ছড়িয়ে পড়লে অনেকে ছুটে যান সেখানে। প্রয়াত মন্ত্রীর ছেলে ডাক্তার রায়হান জানিয়েছেন, তারা মামলার প্রস্তুতি নিচ্ছেন। তিনি বলেন, জীবিত ছায়েদুল হকের চেয়ে মৃত ছায়েদুল হক অনেক বেশি জনপ্রিয়। সে কারণে মানুষের মন থেকে মুছে ফেলার চেষ্টায় কেউ এটা করেছে। তবে নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাজিদুর রহমান জানিয়েছেন এটি পিকআপ ভ্যানের ধাক্কায় ভেঙেছে। এটি অনেকেই দেখেছে। ভিত্তিপ্রস্তরটি ভেঙে ফেলার খবর পেয়ে সকালে সেখানে পুলিশ যায়।
- ট্যাগ:
- বাংলাদেশ
- ভিত্তিপ্রস্তর