কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

‘সতর্ক বার্তা’ দিলো জিম্বাবুয়েও

মানবজমিন প্রকাশিত: ১২ সেপ্টেম্বর ২০১৯, ০০:০০

জয় দিয়ে প্রস্তুতি সারলো জিম্বাবুয়ে। গতকাল বিসিবি একাদশের বিপক্ষে টি-টোয়েন্টি ম্যাচে ৭ উইকেট জয় পায় হ্যামিল্টন মাসাকাদজা বাহিনী। তবে মূল লড়াইয়ে মাঠে নামার আগে মুশফিক-সাব্বির-সাইফুদ্দিনদের প্রস্তুতিটা ভালো হয়েছে বলা যায় না। গতকাল ফতুল্লায় টস জিতে ব্যাটিং বেছে নেন বিসিবি একাদশের অধিনায়ক সাইফ হাসান। আর ১৪২/৭ সংগ্রহ নিয়ে ইনিংস শেষ করে বিসিবি একাদশ। বিসিবি একাদশের ব্যাট হাতে বড় ইনিংস খেলতে পারেননি কেউই। সর্বোচ্চ ৩০ রান করেন সাব্বির রহমান। মুশফিকুর রহীমের ব্যাট থকে আসে ২৬ রান। ৭ বলে ৭ রান করেন সাইফুদ্দিন। জিম্বাবুয়ের বল হাতে ৪ ওভারের স্পেলে মাত্র ১৮ রানে তিন উইকেট নেন বাঁ-হাতি স্পিনার শন উইলিয়ামস। জবাবে ১৬ বল হাতে রেখেই টার্গেট পার করে জিম্বাবুয়ে। সর্বোচ্চ ৫৭ রান করেন ওপেনার ব্রেন্ডন টেইলর। আর পাঁচ নম্বরে ব্যাট হাতে ২৮ বলে হার না মানা ৪৬ রানের ইনিংস খেলেন টিমাইসেন মারুমা। বিসিবি একাদশের বল হাতে ৪ ওভারের স্পেলে ১৯ রানে তিন উইকেট নেন অফস্পিনার আফিফ হোসেন। বাংলাদেশ টি-টোয়েন্টি দলে চমক তরুণ ক্রিকেটার ইয়াসিন আরাফাত মিশু। গত বছর লিস্ট ‘এ’ ক্রিকেটে ৪০ রানে ৮ উইকেট নিয়ে রীতিমত হইচই ফেলে দিয়েছিলেন ইয়াসিন যা লিস্ট ‘এ’তে এখন পর্যন্ত বাংলাদেশের সেরা বোলিংয়ের রেকর্ড। তবে গতকাল প্রস্তুতি ম্যাচে নজর কাড়তে পারেননি ক্যারিয়ারে ৭টি প্রথম শ্রেণির ও ৬টি লিস্ট ‘এ’ ম্যাচ খেলার অভিজ্ঞতালব্ধ ২০ বছর বয়সী ইয়াসিন। জিম্বাবুয়ের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে ২ ওভার বল করে উইকেটশূন্য ইয়াসিন দেন ২২ রান। ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের উদ্বোধনী ম্যাচে কাল জিম্বাবুয়ের মুখোমুখি হবে বাংলাদেশ।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও