![](https://media.priyo.com/img/500x/https://paloimages.prothom-alo.com/contents/cache/images/600x315x1xxxxx1/uploads/media/2019/09/11/a5bb44620cfaea2f7aacf8201994c2b5-5d79121450f1d.jpg?jadewits_media_id=1469317)
‘মন খুলে’ খেলতে গিয়ে আউট হয়েছিলেন মোসাদ্দেক
প্রথম আলো
প্রকাশিত: ১১ সেপ্টেম্বর ২০১৯, ২১:২৪
খুবই বিব্রতকর প্রশ্ন। টেস্ট কেমন খেললেন? মোসাদ্দেক হোসেন বড় অস্বস্তি নিয়েই উত্তরটা দিলেন, আপনারা যেমন দেখলেন। আর কী বলব বলেন! অনেক বেশি হতাশার একটা ম্যাচ ছিল আমাদের। হয়তো আরও ভালো হতে পারত। আরও ভালো হতে পারত, চট্টগ্রাম টেস্টের গল্পটা অন্যরকম হতে পারত যদি ব্যাটসম্যানরা দায়িত্ব নিয়ে খেলতেন। এই মোসাদ্দেকই কী শিশুতোষ ভুলটাই না করেছেন! ৩৯৮ রানের লক্ষ্য বাংলাদেশ তাড়া করতে নেমেছিল...