![](https://media.priyo.com/img/500x/https://www.daily-bangladesh.com/media/imgAll/2019September/MD-RUMAN-SHANA-IN-FINAL-_-RECURVE-MEN-INDIVIDUAL-_-1909110923-fb.jpg)
এশিয়া কাপ আরচ্যারীর ফাইনালে রোমান সানা
ডেইলি বাংলাদেশ
প্রকাশিত: ১১ সেপ্টেম্বর ২০১৯, ১৫:২৩
বাংলাদেশ আরচ্যারীর এক উজ্জ্বল নাম রোমান সানা। বিশ্ব আরচ্যারীতে আবারও সাফল্য অর্জনের পথে রয়েছেন খুলনার রোমান সানা। এশিয়া কাপ ওয়ার্ল্ড র্যাংকিং প্রতিযোগিতার স্টেজ-৩ তে রিকার্ভ এককে ফাইনালে জায়গা করে নিয়েছেন এ আরচ্যার। আগামী শুক্রবার সোনা জয়ের লড়াইয়ে তার প্রতিদ্বন্দ্বী চীনের ঝেনকি শি। বুধবার সেমিফাইনালে চীনের লা তার বিপক্ষে রোমান সানার জয় এসেছে ৬-৪ সেট পয়েন্টে। ফিলিপাইনের ক্লার্ক সিটির এই প্রতিযোগিতায় এর আগে আরও তিন ধাপ বাধা পেরুতে হয়েছে রোমানকে।