শ্রীমঙ্গলে মিললো ‘নতুন প্রজাতির’ সাপ
বাংলা নিউজ ২৪
প্রকাশিত: ১০ সেপ্টেম্বর ২০১৯, ২১:০৮
মৌলভীবাজার: নাম না জানা একটি ‘নতুন সাপ’ পাওয়া গেলো শ্রীমঙ্গলে। স্থানীয় কলার আড়তে এমন একটি সাপ পাওয়া গেলো যার নাম ও পরিচয় এখনও সুস্পষ্টভাবে শনাক্ত করা সম্ভব হয়নি। বন্যপ্রাণী গবেষকরা রীতিমতো উদ্বিগ্ন এ সাপটির সঠিক পরিচিতি নিয়ে। কেউ বলছেন বিষধর কোবরা বা গোখরা প্রজাতির। আবার কেউবা বলছেন ঢোঁড়া প্রজাতির সাপ হতে পারে এটি।
- ট্যাগ:
- বিজ্ঞান
- শ্রীমঙ্গল
- মেীলভীবাজার