লজ্জার মৃত্যু ও উগান্ডান আদর্শ
লজ্জাই নাকি সভ্যতা। লজ্জা ছাড়া মানুষ হিংস্র হতে পারে, বর্বর হতে পারে, অমানবিক হতে পারে। মানুষ নিজেও তা জানে। তাই যিনি অকাতরে মিথ্যা বলে যান, আপন-পর সবাইকেই ধোঁকা দেন; তিনি কখনো মানবিক হতে পারেন না। লজ্জার মাথা না খেলে কেউ দেশ ও জাতির মাথা খাওয়ার চেষ্টা করতে পারেন না। লিখেছেন ফারুক ওয়াসিফ