বিআরডিবি’র কর্মকর্তা ও কর্মচারীদের চাকরি স্থায়ীকরণের দাবিতে লাগাতার অবস্থান

মানবজমিন প্রকাশিত: ১০ সেপ্টেম্বর ২০১৯, ০০:০০

বাংলাদেশ পল্লী উন্নায়ন বোর্ডের (বিআরডিবি) কর্মকর্তা ও কর্মচারীরা তাদের চাকরি স্থায়ীকরণের দাবিতে লাগাতার অবস্থান কর্মসূচি পালন করে আসছেন। গত ১লা সেপ্টেম্বর থেকে তারা কাওরানবাজারের বিআরডিবি’র সদর দপ্তরের সামনে অবস্থান কর্মসূচি পালন করছেন। চাকুরি স্থায়ীকরণ, স্থায়ীকরণের পূর্ব পর্যন্ত শতভাগ বেতন ভাতার ব্যবস্থা এবং বিআরডিবিকে বঙ্গবন্ধু পল্লী উন্নায়ন অধিদপ্তর ঘোষণার দাবিতে তারা ওই অবস্থান কর্মসূচি পালন করছেন। দাবি না মানলে অনির্দিষ্টকালের মতো তারা অবস্থান কর্মসূচি পালন করবেন। রোববার প্রকল্পভুক্ত কর্মকর্তা ও কর্মচারী ঐক্য পরিষদের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়। জানা গেছে, প্রকল্পের কর্মকর্তা ও কর্মচারীরা অনেক বছর ধরে দারিদ্র বিমোচনে কাজ করে যাচ্ছেন। কিন্তু কর্তৃপক্ষ তাদের চাকরি স্থায়ীকরণ করেনি। চাকরি স্থায়ীকরণের বিষয়ে কর্মকর্তা ও কর্মচারীরা অনেকদিন ধরে আন্দোলন সংগ্রাম করে আসছেন। তারা এই বিষয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও