কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

টিআইবি বিদেশিদের শেখানো বুলি আওড়ায়: ডেপুটি স্পিকার

মানবজমিন প্রকাশিত: ০৯ সেপ্টেম্বর ২০১৯, ০৫:৫০

টিআইবি বিদেশিদের শেখানো বুলি আওড়ায় বলে মন্তব্য করেছেন ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়া। তিনি বলেন, কিছুদিন আগে তারা সংসদ সম্পর্কে একটি প্রতিবেদন দিয়েছে। তারা তাদের মতো করে কথা বলে। তাদের সম্পর্কে আমরা যদি বলি, তাহলে তো তাদের মাথায় হাত পড়বে। আজ সংসদের আইপিডি সম্মেলন কক্ষে জাতীয় কন্যা শিশু অ্যাডভোকেসি ফোরাম আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। ফজলে রাব্বী মিয়া বলেন, বিদেশিরা যেভাবে বুলি শিখিয়ে দেয়, তারা (টিআইবি) সেভাবে তা আওড়ায়। আমরা সেভাবে করি না। শীতাতপনিয়ন্ত্রিত কক্ষে বসে কত টাকা বেতন নেন? আমরাও শীতাতপনিয়ন্ত্রিত কক্ষে বসে আইন পাস করি। এটা কারও দয়ার টাকা নিয়ে নয়। জনগণের টাকায়, তাদের রায় নিয়ে। অনুষ্ঠানে এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সংসদ সদস্য ফরিদুল হক খান, আরোমা দত্ত, আবুল কালাম মোহাম্মদ আহসানুল হক চৌধুরী, সামিল উদ্দিন আহমেদ শিমুল ও কাজী কানিজ সুলতানা প্রমুখ।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও