‘আ ন ম শফিকুল ছিলেন সিলেটের রাজনীতির উজ্জ্বল নক্ষত্র’
আওয়ামী লীগের জাতীয় পরিষদ সদস্য ও সিলেট জেলা শাখার সাবেক সভাপতি আ ন ম শফিকুল হকের স্মরণসভায় বক্তারা বলেছেন, ‘তিনি ছিলেন সিলেটের রাজনীতির এক উজ্জ্বল নক্ষত্র। তার প্রয়াণে সিলেটবাসী রাজনৈতিক অঙ্গনের একজন নেতাকে হারিয়েছে। সিলেটের আওয়ামী রাজনীতিতে তিনি অনেক নেতৃত্ব সৃষ্টি করে গেছেন’। সিলেট জেলা ও মহানগর স্বেচ্ছাসেবক লীগ আয়োজিত স্মরণসভায় বক্তারা আরো বলেন, ‘আওয়ামী লীগের রাজনীতিতে তার অসামান্য অবদান রয়েছে। সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নেয়ার মতো সাহসী নেতা ছিলেন তিনি। দলের দুর্দিনে যারা ত্যাগীর ভূমিকায় অবতীর্ণ হতেন তাদের মধ্যে আ ন ম শফিকুল হক অন্যতম। দেশের প্রতিটি গণতান্ত্রিক আন্দোলনে তিনি ছিলেন অগ্রসেনানী’ বৃহস্পতিবার রাতে সিলেট জেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত স্মরণসভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য সৈয়দ আবু নছর অ্যাডভোকেট। প্রধান বক্তা ছিলেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ। জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আফসার আজিজের সভাপতিত্বে ও মহানগরের সাধারণ সম্পাদক দেবাংশু দাস মিঠুর সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আওয়ামী লীগের কেন্দ্রীয় সদস্য ও সিলেট মহানগরের সভাপতি বদরউদ্দিন আহমদ কামরান, জেলার সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী, স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সুব্রত পুরকায়স্থ, জেলা বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মাহফুর রহমান, দক্ষিণ সুরমা উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু জাহেদ, জেলা পরিষদ সদস্য নুরুল ইসলাম, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক জালাল উদ্দিন আহমদ কয়েছ, যুক্তরাজ্য স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক শামছুল ইসলাম বাচ্চু।
- ট্যাগ:
- বাংলাদেশ
- নক্ষত্র
- আওয়ামী লীগ
- সিলেট জেলা