হুজুরের গল্লা পড়া
প্রথম আলো
প্রকাশিত: ০৬ সেপ্টেম্বর ২০১৯, ১৮:৫৪
চেনা জানা কত জনপদে হেঁটে বেড়ালাম। শত শত নয়, হাজারো মানুষের সঙ্গে চলাফেরা হলো। কখনো কাজের সুবাদে, কিংবা বন্ধুত্বের বন্ধনে। সেই চলার পথে যাদের সঙ্গে চলেছি এদের সবার কিছু কিছু স্মৃতি আজও জাগরুক মনমন্দিরে। নব্বই দশকের মাঝামাঝি ইংল্যান্ডের সাউথ ওয়েস্টর বিখ্যাত ইউনিভার্সিটি শহর এক্সিটারে তখন থাকি। কাজ করি শহরের প্রথম সারির ভারতীয় রেস্তোরাঁ দ্য গ্যাঞ্জেসে। রেস্তোরাঁর ওপরে থাকার জায়গা। কাজ আর...