সংগীত জগত থেকে অবসরের ঘোষণা দিলেন মার্কিন গায়িকা নিকি মিনাজ। টুইটারে এ কথা জানিয়েছেন তিনি। পরিবারকে সময় দিতেই এ সিদ্ধান্ত নিয়েছেন তিনি। তিনি জানিয়েছেন, পার্টনার কেনেথ জু পেটির সঙ্গে তিনি সংসার শুরু করতে চান। টুইটে নিকি লিখেছেন, অবসরের সিদ্ধান্ত নিয়েছি। ঠিক করেছি পরিবারের সঙ্গে থাকব। জানি আপনারা এ বার খুশি হবেন। ভক্তরা আমায় বার্তা পাঠিও আমি যতদিন বেঁচে থাকি। নিকির এই ঘোষণায় হতবাক ভক্তরা। এর আগে কখনও অবসর নেওয়ার চিন্তাভাবনার বিষয়েও কিছু জানাননি এই জনপ্রিয় গায়িকা। আচমকা তার অবসরে বিমর্ষ হয়ে পড়েছে ভক্তরা। একটি নতুন অ্যালবাম করবে বলেও দিনকয়েক আগে ইঙ্গিত দিয়েছিলেন তিনি।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.