'জাহান্নমে গিয়ে মরার জন্য তৈরি হও!', সাপ আর কুমির হাতে নিয়ে নমোকে অভিশাপ পাক গায়িকার
এইসময় (ভারত)
প্রকাশিত: ০৪ সেপ্টেম্বর ২০১৯, ২০:৩৫
world: অভিনব ভঙ্গিতে আপামর ভারতবাসী এবং দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে হুমকি দিলেন পাকিস্তানী পপ গায়িকা রবি পিরজাদা। ৫০ সেকেন্ডের সেই ভিডিয়োতে দেখা যাচ্ছে, রবির হাতে রয়েছে একটি সাপ, সামনে রয়েছে আরও একটি সাপ এবং একটি কুমির। এই ভিডিয়ো শেয়ার করে রবি পিরজাদা লিখছেন, 'মোদীর বিরুদ্ধে একটা কাশ্মিরী মেয়ে তৈরি করছি। তবে আর যাই হোক ওই লোকটাকে জাহান্নমে যেতেই হবে। আর তাঁর মতো বাকি লোকগুলোকেও যেতে হবে জাহান্নমে!'
- ট্যাগ:
- আন্তর্জাতিক
- জাহান্নাম
- নরেন্দ্র মোদি
প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে
এই সম্পর্কিত
১ বছর আগে