![](https://media.priyo.com/img/500x/https://paloimages.prothom-alo.com/contents/cache/images/600x315x1xxxxx1/uploads/media/2019/09/04/37055d18d311ab8356b1c2463fe2ec73-5d6f6113aa923.jpg?jadewits_media_id=1467480)
মাসে একটি করে গান করবেন বালাম
প্রথম আলো
প্রকাশিত: ০৪ সেপ্টেম্বর ২০১৯, ১২:৫৮
বেশ কয়েক বছর ধরেই খুব একটা আলোচনায় নেই সংগীতশিল্পী বালাম। সম্প্রতি এলআরবি ব্যান্ডে যুক্ত হওয়া নিয়ে আলোচনায় আসেন। তবে গান নিয়ে খুব একটা কাজ করতে দেখা যায়নি তাঁকে। জানালেন, গান নিয়ে কাজ করতে বদ্ধপরিকর তিনি।