১০০ কিলোর চকোলেটে তৈরি গণেশ মূর্তি, বিসর্জনের পরই পেট ভরবে বহু ক্ষুধার্ত মানুষের!
এইসময় (ভারত)
প্রকাশিত: ০৪ সেপ্টেম্বর ২০১৯, ০১:৪৫
nation: লুধিয়ানার এক বেকারির তরফে এমনই অভিনব পদক্ষেপ নেওয়া হয়েছে। প্রতি বছরই ওই বেকারির মালিক চকোলেটের গণেশ মূর্তি তৈরি করেন। আর তা তৈরি হয় বেলজিয়ান চকোলেট দিয়ে। এই বছরেও তার অন্যথা হল না। প্রায় ১০০ কেজির কাছাকাছি চকোলেট দিয়ে তৈরি হয়েছে সেই মূর্তি। আর তৈরির পর গণপত্তি বাপ্পার ওজন এসে দাঁড়িয়েছে ৪০ কেজিতে। নিজের ট্যুইটার হ্যান্ডেল থেকেই এই কথা জানিয়েছেন বেলফ্রান্স বেকারির মালিক হরজিন্দর সিং কুকরেজা।
- ট্যাগ:
- আন্তর্জাতিক
- গণেশ পূজা