জিএম কাদেরকে বিরোধীদলীয় নেতা করতে জাপার চিঠি

মানবজমিন প্রকাশিত: ০৪ সেপ্টেম্বর ২০১৯, ০০:০০

জাতীয় পার্টির (জাপা) বর্তমান চেয়ারম্যান গোলাম মোহাম্মদ (জিএম) কাদেরকে জাতীয় সংসদের বিরোধী দলের নেতা করে সংসদে চিঠি দিয়েছে দলটি। গতকাল বিকালে দলের  প্রেসিডিয়াম সদস্য কাজী ফিরোজ রশীদের নেতৃত্বে পাঁচ সংসদের প্রতিনিধি দল স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর দপ্তরে গিয়ে এই চিঠি জমা দেন। এ সময় জাতীয় পার্টির ১৫ জন সংসদ সদস্যের সম্মতিপত্রও চিঠিতে আলাদা আলাদা করে সংযুক্ত করে দেয়া হয়। স্পিকার দেশের বাইরে থাকায় চিঠিটি গ্রহণ করেন স্পিকারের দপ্তরের কর্মকর্তারা। এছাড়া সংসদ সচিবের কাছেও একটি কপি দেয়া হয়।জাপা চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের মৃত্যুতে সংসদের বিরোধী দলের নেতার আসনটি শূন্য হয়। মৃত্যুর আগেই ভাই জিএম কাদেরকে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান করে যান এরশাদ। তার মৃত্যুর পর এক সংবাদ সম্মেলনে কাদেরকে দলের চেয়ারম্যান ঘোষণা করা হয়। এরপর থেকেই আলোচনা ছিল বিরোধী দলের নেতা হচ্ছেন কে। আলোচনা ছিল বিরোধী দলের উপনেতা রওশন এরশাদ এ পদে আসছেন। অন্যদিকে জাপার একটি অংশ জিএম কাদেরের পক্ষে ছিলেন। দলের নীতি নির্ধারকদের সর্বশেষ বৈঠকে জিএম কাদেরকে বিরোধী দলের নেতা করার পক্ষে মত দেন অধিকাংশ নেতা। যদিও এ নিয়ে রওশনপন্থি নেতারা চুপ ছিলেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত