আফগানিস্তানে প্রত্যাহার হতে পারে ৫৪০০ মার্কিন সেনা
প্রথম আলো
প্রকাশিত: ০৩ সেপ্টেম্বর ২০১৯, ১৫:৪৮
আফগানিস্তান থেকে ৫ হাজার ৪০০ সেনা প্রত্যাহার করে নিতে পারে যুক্তরাষ্ট্র। তালেবানদের সঙ্গে ‘নীতিগত’ চুক্তির অংশ হিসেবে ২০ সপ্তাহের মধ্যে এ সেনা প্রত্যাহার করা হবে। বহুল প্রত্যাশিত এ চুক্তির ব্যাপারে এই প্রথম কোনো টেলিভিশন সাক্ষাৎকারে এ তথ্য প্রকাশ করলেন ওয়াশিংটনের শীর্ষ মধ্যস্থতাকারী জালমে খালিলজাদ। তবে বিষয়টি এখনো মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অনুমোদনের অপেক্ষায় রয়েছে বলে তিনি জানিয়েছেন।