বিবর্তনের আইকন ৩৮ লাখ বছর আগের মানুষের মাথার খুলি
আমাদের সময়
প্রকাশিত: ০৩ সেপ্টেম্বর ২০১৯, ০৬:২৯
মাজহারুল ইসলাম : ইথিওপিয়ার আফার রাজ্যের মিল্লা জেলার মিরো দোরা এলাকায় প্রায় ৩৮ লাখ বছর আগের একটি মাথার খুলিটি খুঁজে পান অধ্যাপক ইয়োহানেস হাইলি সেলাইসি। যুক্তরাষ্ট্রের ওহাইয়োর ক্লিভল্যান্ড মিউজিয়াম অব ন্যাচারাল হিস্ট্রির সাথে যুক্ত বিজ্ঞানী সেলাইসি বলেন, তিনি এই খুলিটির গুরুত্ব বুঝতে পেরেছিলেন। তিনি আরও বলেন, আমি নিজেই নিজেকে বলি, আমি যা দেখছি সেটি কি …
- ট্যাগ:
- বিজ্ঞান
- বিবর্তন
- মাথার খুলি