কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

পাকিস্তানে ‘গুপ্তচর’ কুলভূষণের সঙ্গে আজ সাক্ষাত ভারতীয় উপ হাইকশিনারের

মানবজমিন প্রকাশিত: ০২ সেপ্টেম্বর ২০১৯, ০০:০০

গুপ্তচর সন্দেহে আটক ভারতীয় কুলভূষণ যাদবের সঙ্গে সাক্ষাত হচ্ছে আজ পাকিস্তানে নিযুক্ত ভারতীয় উপ হাইকমিশনার গৌরব আহলুওয়ালিয়ার। এ জন্য তাকে নিয়ে যাওয়া হচ্ছে অজ্ঞাত একটি স্থানে। এ খবর দিয়েছে অনলাইন জি নিউজ। এতে বলা হয়, কুলভূষণ যাদবের জন্য ভারতকে কনস্যুলার সুবিধা দেয়ার প্রস্তাব করেছে পাকিস্তান। তার একদিন পরে ভারত সোমবার ওই প্রস্তাব গ্রহণ করেছে। এরপরই দু’ ঘন্টার জন্য কুলভূষণের সঙ্গে সাক্ষাত হওয়ার কথা ভারতীয় উপ হাইকমিশনারের। জি নিউজ বলছে, এমন কনস্যুলার সুবিধার জন্য ভারত গত তিন বছর ধরে অনুরোধ করে আসছে। ভারতীয় সূত্র বলেছেন, আমরা আশা করি, পাকিস্তান কর্তৃপক্ষ এই সাক্ষাতের জন্য উপযুক্ত পরিবেশ নিশ্চিত করবে। যাতে সাক্ষাত মুক্ত, সুষ্ঠু, অর্থপূর্ণ ও কার্যকর হয়। ২০১৬ সালের মার্চে গুপ্তচরবৃত্তির অভিযোগে বেলুচিস্তান থেকে কুলভূষণ যাদবকে গ্রেপ্তার করে পাকিস্তানের নিরাপত্তা রক্ষাকারী বাহিনী।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও