পাওয়া গেলো ৯ কোটি বছরের পুরনো ডাইনোসরের পায়ের ছাপ
আমাদের সময়
প্রকাশিত: ৩১ আগস্ট ২০১৯, ০৫:৪৭
মাজহারুল ইসলাম : রহস্য আর কৌতুহলের শেষ নেই ডাইনোসরদের ঘিরে। কয়েক বছর আগে বিশ্বের সবচেয় বড় ডাইনোসরের পায়ের ছাপের সন্ধান পাওয়া গিয়েছিলো মঙ্গোলিয়ায়। গোবি মরুভূমিতে খোঁজ পাওয়া যায় টাইটেনোসর নামের বিশাল আকারের ওই ডাইনোসরের পায়ের ছাপের। এ নিয়ে তখন গবেষকরা রীতিমতো উচ্ছ্বসিত হয়ে পড়েন । জনকণ্ঠ গবেষকরা জানিয়েছেন, গোবি মরুভূমিতে টাইটেনোসরের পায়ের ছাপ পৃথিবীতে ডাইনোসরদের …