কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

You have reached your daily news limit

Please log in to continue


নারায়ণগঞ্জে ৭০০ টাকার জন্য শ্রমিক খুন

পাওনা টাকা না দেয়ায় নারায়ণগঞ্জে আরিফ নামে এক হোসিয়ারি শ্রমিককে ছুরিকাঘাত করে হত্যা করেছে তারই এক সহকর্মী। ঘটনাটি ঘটেছে গত বৃহস্পতিবার রাত সাড়ে ১২টার দিকে শহরের টানবাজার এলাকায় শীতলক্ষ্যা নদীর তীরে ওয়াকওয়েতে। এ ঘটনায় পুলিশ মিরাজ নামে আরিফের এক সহকর্মী যুবককে আটক করেছে। নিহত আরিফ শহরের নিতাইগঞ্জ ঋষিপাড়া এলাকায় ভাড়াটে বাসিন্দা মাটি কাটার শ্রমিক আবদুল মতিনের ছেলে। দুই ভাই ও তিন বোনের মধ্যে আরিফ চতুর্থ। সে টানবাজার এলাকায় রিভারভিউ টাওয়ারের নবম তলায় নতুন চালু হওয়া একটি হোসিয়ারির শ্রমিক।পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, সহকর্মী সোহরাবের কাছ থেকে কিছুদিন আগে মাত্র ৭০০ টাকা ধার নিয়েছিল আরিফ। সেই টাকা ফেরত না দেয়ায় আরিফকে খুনের পরিকল্পনা করে সোহরাব। পরিকল্পনা মোতাবেক বৃহস্পতিবার রাতে হোসিয়ারিতে কাজ শেষে বাড়ি ফেরার পথে কয়েকজনকে সঙ্গে নিয়ে আরিফকে ওয়াকওয়েতে ডেকে নিয়ে যায় সোহরাব। সেখানে নেয়ার পর আরিফের ওপর অতর্কিত হামলা চালায় সোহরাব ও তার সহযোগীরা। এরপর আরিফের বুকেসহ শরীরের কয়েক জায়গায় ছুরিকাঘাত করে সেখান থেকে পালিয়ে যায় তারা। এ সময় আরিফের ডাক চিৎকারে আশেপাশের লোকজন এসে গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে শহরের খানপুরে ৩শ্থ শয্যাবিশিষ্ট হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন।এদিকে ঘটনাস্থলে উপস্থিত লোকজন মিরাজ নামে আরিফের এক সহকর্মী যুবককে গণপিটুনি দিয়ে আটকে রাখে। খবর পেয়ে সদর মডেল থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে হত্যায় জড়িত অভিযোগে মিরাজকে আটক করে। পরে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদরের জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন