কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

এক সপ্তাহে বাজার মূলধন কমেছে সাড়ে ৭ হাজার কোটি টাকা

মানবজমিন প্রকাশিত: ৩১ আগস্ট ২০১৯, ০০:০০

আবারো দরপতনের ধারায় দেশের শেয়ারবাজার। গত সপ্তাহের ৫ কার্যদিবসের মধ্যে চার কার্যদিবসেই দরপতন হয়েছে। এতে আড়াই শতাংশের ওপরে প্রধান মূল্য সূচক হারিয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। সূচকের পাশাপাশি কমেছে লেনদেনের পরিমাণ। প্রতি কার্যদিবসে ডিএসইতে গড়ে লেনদেন কমেছে আড়াই শতাংশের ওপরে। সেই সঙ্গে কমেছে বাজার মূলধন। সপ্তাহটিতে ডিএসইর বাজার মূলধন কমেছে প্রায় দুই শতাংশ। গত সপ্তাহের শেষ কার্যদিবস শেষে ডিএসইর বাজার মূলধন দাঁড়িয়েছে ৩ লাখ ৮০ হাজার ৮৪৫ কোটি টাকা। যা তার আগের সপ্তাহের শেষ কার্যদিবসে ছিল ৩ লাখ ৮৮ হাজার ৪৪০ কোটি টাকা। অর্থাৎ এক সপ্তাহে ডিএসইর বাজার মূলধন কমেছে ৭ হাজার ৫৯৫ কোটি টাকা। বাজার মূলধন কমার পাশাপাশি গত সপ্তাহজুড়ে ডিএসইতে লেনদেনে অংশ নেয়া বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম কমেছে। ডিএসইতে লেনদেন হওয়া ৩৫৫টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের মধ্যে ৪৮টির দাম আগের সপ্তাহের তুলনায় বেড়েছে। অন্যদিকে, দাম কমেছে ৩০২টির। আর দাম অপরিবর্তিত ৫টির। বেশিরভাগ প্রতিষ্ঠানের দাম কমার ফলে ডিএসইর সব সূচকও কমেছে। গত সপ্তাহে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স কমেছে ১৪১.০৭ পয়েন্ট বা ২.৬৯ শতাংশ। আগের সপ্তাহে এ সূচকটি বাড়ে ৩৫.৪৩ পয়েন্ট বা ০.৬৮ শতাংশ। তার আগের সপ্তাহে বাড়ে ২.৫৬ পয়েন্ট। সপ্তাহজুড়ে মূল্য সূচকের পতনের পাশাপাশি কমেছে লেনদেনের পরিমাণ। গত সপ্তাহের প্রতি কার্যদিবসে ডিএসইতে গড়ে লেনদেন হয়েছে ৪৪৮ কোটি ৭০ লাখ টাকা। আগের সপ্তাহে প্রতিদিন গড়ে লেনদেন হয় ৪৬০ কোটি ৬৯ লাখ টাকা। অর্থাৎ প্রতি কার্যদিবসে গড় লেনদেন কমেছে ১১ কোটি ৯ লাখ টাকা।আর গত সপ্তাহজুড়ে ডিএসইতে মোট লেনদেন হয়েছে ২ হাজার ২৪৩ কোটি ৫৩ লাখ টাকা। আগের সপ্তাহে লেনদেন হয় ২ হাজার ৩০৩ কোটি ৪৬ লাখ টাকা। সে হিসাবে মোট লেনদেন কমেছে ৫৯ কোটি ৯৩ লাখ টাকা। গত সপ্তাহের মোট লেনদেনের মধ্যে ‘এ’ গ্রুপের প্রতিষ্ঠানের অবদান দাঁড়িয়েছে ৭৮.৬২ শতাংশ। এছাড়া মোট লেনদেনের ১১.৮৪ শতাংশ ছিল ‘বি’ গ্রুপের দখলে। মোট লেনদেনে ‘জেড’ গ্রুপের প্রতিষ্ঠানের অবদান ০.৮৩ শতাংশ। আর ‘এন’ গ্রুপের অবদান ৮.৭১ শতাংশ।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও