ব্যাকরণের বাইরে থেকে
প্রথম আলো
প্রকাশিত: ৩০ আগস্ট ২০১৯, ১১:১১
প্রমথ চৌধুরী লিখেছিলেন, ভাষা মানুষের মুখ থেকে কলমের মুখে আসে। উল্টোটা করতে গেলে মুখে শুধু কালি পড়ে। ব্যাকরণের নামে রক্ষণশীলতার দুর্গে যাঁরা ভাষার গতিপ্রবাহকে রুদ্ধ করতে চেয়েছিলেন, তাঁদের উদ্দেশেই প্রমথ চৌধুরীর এই উক্তি। উক্তিটির প্রাসঙ্গিকতা যে এ যুগেও শেষ হয়ে যায়নি, সে কথা মনে করিয়ে দিল শিশির ভট্টাচার্য্যের যা কিছু ব্যাকরণ নয় বইটি। আটটি অধ্যায়ে বিন্যস্ত বইটিতে বাংলা ভাষা ও...