কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

You have reached your daily news limit

Please log in to continue


শ্রীমঙ্গলে চা বাগানে স্বাস্থ্য অধিকার বিষয়ক সেমিনার

‘সরকারের বিভিন্ন বিভাগের সমন্বিত প্রচেষ্টা ছাড়া চা বাগানে মাতৃমৃত্যু হ্রাস করা সম্ভব নয়। সরকারের কিছু সীমাবদ্ধতা আছে। এসব সীমাবদ্ধতাকে অতিক্রম করা সম্ভব বিভিন্ন বিভাগের মধ্যে সমন্বয় করে। এ জন্য জেলা পর্যায়ে সরকারি প্রতিষ্ঠানকে একসঙ্গে বসে কাজ করতে হবে। সোসাইটি ফর এনভায়রনমেন্ট অ্যান্ড হিউম্যান ডেভেলপমেন্ট (সেড) আয়োজিত এক ডিসেমিনেশন সেমিনারে এসব কথা বলেন মৌলভীবাজার জেলার পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক মো. আব্দুর রাজ্জাক। সেড ছয় মাসব্যাপী গবেষণা শেষে যৌন ও প্রজনন স্বাস্থ্য অধিকার বিষয়ক ম্যানুয়াল, ফ্লাইয়ার এবং পোস্টার প্রকাশ করে এবং প্রামাণ্যচিত্র নির্মাণ করে। এসব প্রকাশনা ও প্রামাণ্যচিত্র চা বাগানের মা ও মানুষ, স্বাস্থ্যকর্মী, সাংবাদিক, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান এবং যৌন ও প্রজনন স্বাস্থ্য নিয়ে আগ্রহীদের ব্যবহারের জন্য। এসব সামগ্রী তৈরিতে সেড-কে সহায়তা করেছে জাতিসংঘ জনসংখ্যা তহবিল (ইউএনএফপিএ) এবং সেন্টার ফর ইনজুরি প্রিভেনশন অ্যান্ড রিসার্চ, বাংলাদেশ (সিআইপিআরবি)।  সেমিনারে অতিথি ছিলেন  মৌলভীবাজারের ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডাক্তার বিনেন্দু ভৌমিক, ইউএনএফপিএ’র যৌন ও প্রজনন বিভাগের প্রোগ্রাম স্পেশালিস্ট মো. সামসুজ্জামান, উপজেলা স্বাস্থ্য প:প: কর্মকর্তা মো. সাখাওয়াত হোসেন, বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের সাধারণ সমপাদক এবং কমলগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রাম ভজন কৈরী ও শ্রীমঙ্গল প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক এম ইদ্রিস আলী।সেমিনারে আরো বক্তব্য রাখেন জনস্বাস্থ্য বিষয়ে বিশেষজ্ঞ, সরকারি কর্মকর্তা, বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের প্রতিনিধি, সাংবাদিক এবং সচেতনতা সামগ্রী তৈরিতে সক্রিয়ভাবে অংশগ্রহণকারীরা।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন