শুরুতেই থমকে গেছে ব্রহ্মপুত্রের খনন কাজ
প্রথম আলো
প্রকাশিত: ২৯ আগস্ট ২০১৯, ১৬:৪৬
ময়মনসিংহে পুরাতন ব্রহ্মপুত্র নদ খননে যে মাটি উঠবে, তা কার্যত বালু। এই বালু বিনা মূল্যে বা নামমাত্র মূল্যে নিতে চান এলাকার প্রভাবশালীরা। বিষয়টি নিয়ে নানামুখী চাপে শুরুতেই থমকে গেছে নদ খননের কাজ। পুরাতন ব্রহ্মপুত্র নদ খননের উদ্দেশ্যে হচ্ছে, সারা বছর যাতে এ নদে নাব্যতা বজায় থাকে। নদে যাতে সারা বছর যাত্রী ও পণ্যবাহী নৌযান চলাচল করতে পারে। পাশাপাশি স্থানীয় কৃষি ও মৎস্যসম্পদ উন্নয়নে ব্রহ্মপুত্র নদ...