মুসাফিরের নামাজ-সংক্রান্ত প্রয়োজনীয় কথা
বাংলা নিউজ ২৪
প্রকাশিত: ২৯ আগস্ট ২০১৯, ১৪:২১
সফরে থাকলে কোরআনের হুকুম অনুযায়ী নামাজ কসর (সংক্ষেপ) করতে হয়। বিভিন্ন হুকুম-আহকাম পালনের ক্ষেত্রে ছাড় দেওয়া হয়। মূলত ৪৮ মাইল বা ৭৮ কিলোমিটার দূরে ১৫ দিনের কম সময়ের জন্য সফরের নিয়তে নিজের বসবাসের স্থানের লোকালয় ত্যাগ করলে ইসলামি শরিয়তের দৃষ্টিতে তাকে মুসাফির হিসেবে গণ্য করা হয়। ৪৮ মাইলের কম সফরের নিয়তে বের হলে অথবা ১৫ দিনের বেশি সময়ের জন্য সফর করলে মুসাফির হিসাবে গন্য হয় না। (ফাতাওয়া হিন্দিয়া: ১/১৩৯, আসারুস সুনান: ২৬৩)