![](https://media.priyo.com/img/500x/https://www.daily-bangladesh.com/media/imgAll/2019August2/depositphotos_223162760-stock-video-nice-working-arab-female-in-1908280824-fb.jpg)
দু’টি মহান নেয়ামত এবং তার প্রতি উদাসীনতা
ডেইলি বাংলাদেশ
প্রকাশিত: ২৮ আগস্ট ২০১৯, ১৪:২৪
সময়কে কাজে লাগানোর সহজ পথ হলো, দু’টি কাজ করা! প্রথমত, প্রতিটি কাজে নিয়তকে দুরস্ত করে নাও এবং তাতে এখলাস সৃষ্টি কর। যে কাজই কর আল্লাহর সন্তুষ্টির জন্য কর। যা খাবে তো আল্লাহর সন্তুষ্টির জন্য, যা কামাই করবে তা আল্লাহর সন্তুষ্টির জন্য করবে। ঘরে যদি বিবি-বাচ্চাদের সঙ্গে কথা বল, তাহলে আল্লাহর সন্তুষ্টির জন্য বলবে এবং সুন্নতের অনুসরণে নিয়ত করবে।