প্রাণী না মেরেও পাতে মাংস, দাবি বাঙালি বিজ্ঞানীর
এইসময় (ভারত)
প্রকাশিত: ২৮ আগস্ট ২০১৯, ০৮:১৪
nation: গবেষকদলের প্রধান বিমান মণ্ডল গুয়াহাটি আইআইটির বায়োসায়েন্সেস অ্যান্ড বায়োইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের অ্যাসোসিয়েট প্রফেসর। প্রেসিডেন্সি এবং আইআইটি খড়্গপুরের এই প্রাক্তনীর বাড়ি কলকাতার শ্রীভূমিতে। টিস্যু ইঞ্জিনিয়ারিংকে হাতিয়ার করে এই বিভাগের গবেষণাগারে মানুষের হাড়, ত্বক, কর্নিয়া, রক্তজালিকা তৈরির কাজ চলে নিত্যদিন।