You have reached your daily news limit

Please log in to continue


এই সময়ে দিঠি

গানের পাশাপাশি বর্তমানে উপস্থাপনাতেও বেশ ব্যস্ত সময় পার করছেন দিঠি আনোয়ার। গেল ঈদেও তাকে দেখা গেছে এমন ব্যস্ততায়। দেশ টিভিতে টানা ছয়দিন ‘সুর আর গান’ অনুষ্ঠানের উপস্থাপনা করেছেন তিনি। পাশাপাশি নিউজ টোয়েন্টিফোর চ্যানেলে একটি সরাসরি অনুষ্ঠানের উপস্থাপনাও করেছেন টানা তিনদিন। আর এসএটিভিতে একটি অনুষ্ঠানে গান গেয়েছেন। সবমিলিয়ে ঈদের আগে আমেরিকা থেকে দেশে ফিরেই ঈদকেন্দ্রিক অনুষ্ঠান নিয়ে ব্যস্ত হয়ে পড়েছিলেন দিঠি। আবার দিনকয়েক আগে তার উপস্থাপনায় আরটিভি’র বিশেষ সংগীতানুষ্ঠান ‘এই রাত তোমার’র বেশ কয়েকটি পর্বের রেকর্ডিং-এর সম্পন্ন হয়েছে। বিগত বেশ কয়েক বছর ধরে দিঠি আনোয়ার এই অনুষ্ঠানের নিয়মিত উপস্থাপনা করে আসছেন। পাশাপাশি চ্যানেল আইতে প্রচার চলতি জনপ্রিয় সংগীতানুষ্ঠান ‘পালকি’রও নিয়মিত উপস্থাপনা তিনিই করছেন। উপস্থাপনা প্রসঙ্গে দিঠি বলেন, সত্যি বলতে কী গানের অনুষ্ঠানগুলোর উপস্থাপনা, যারা গান গাওয়ার পাশাপাশি উপস্থাপনা করতে পারেন তাদেরকে দিয়ে করালে বেশি ভালো হয়। কারণ তাতে সংগীতশিল্পীদের সঙ্গে উপস্থাপকের কথা বলার পরিবেশটা একটু অন্যরকম হয়, নিজেদের মধ্যে স্বাচ্ছন্দ্যবোধটাও বেশি থাকে। এদিকে দিঠি আনোয়ার তারই বাবার লেখা ‘দেবদাস’ গানটির কাজ শেষ করেছেন। গানটির সুর করেছেন আহমেদ কিসলু। অন্যদিকে ইউসুফ আহমেদ খান ও অপুর সঙ্গে আরো দু’টি দ্বৈত গানের কাজ শেষ করেছেন দিঠি। ইউসুফের সঙ্গে ‘হাত বাড়ালেই যদি’ গানটি লিখেছেন এবং সুর করেছেন সাখাওয়াত হোসেন মারুফ এবং অপুর সঙ্গে ‘মধুর ক্যান্টিন’ গানটি লিখেছেন গাজী মাজহারুল আনোয়ার। আর সুর সংগীত করেছেন অপু। দিঠি জানান, চলতি বছরের শেষপ্রান্তেই গানগুলো মিউজিক ভিডিও আকারে ইউটিউবে প্রকাশ হবে।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন