![](https://media.priyo.com/img/500x/https://paloimages.prothom-alo.com/contents/cache/images/600x315x1xxxxx1/uploads/media/2019/08/27/1968b6804573955be3d6149100e1dc47-5d6505202aa0d.jpg?jadewits_media_id=1465656)
রাজশাহীর দুর্গম চরে বন্ধুসভার নিয়মিত মেডিকেল ক্যাম্পের উদ্বোধন
প্রথম আলো
প্রকাশিত: ২৭ আগস্ট ২০১৯, ১৫:৫৬
ভাঙনে ভাঙনে অনেকটা ভারতের ভেতরে ঢুকে গেছে পদ্মা নদী। ওই দিক দিক দিয়েই নৌকা নিয়ে যেতে হবে। নৌকায় প্রসবযন্ত্রণায় ছটফট করছেন একজন মা। বিএসএফ এই মায়ের যন্ত্রণা আর বুঝতে পারে না। তারা নৌকা ঠেকিয়ে দেয়। শেষমেশ নৌকার ভেতরেই সন্তান প্রসব করেন মা। এই হচ্ছে চরখিদিরপুর গ্রামের মানুষের নিয়তি। গ্রামের তিন দিকে ভারতীয় সীমান্ত আর একদিকে পদ্মা নদী। সেখানেই প্রথম আলো বন্ধুসভার উদ্যোগে আয়োজিত মেডিকেল...