![](https://media.priyo.com/img/500x/https://paloimages.prothom-alo.com/contents/cache/images/600x315x1xxxxx1/uploads/media/2019/08/27/8067f4bab093b928cc4e4b52764d22ac-5d64cd02c88d9.jpg?jadewits_media_id=1465559)
সড়ক নিরাপত্তায় চাই সমন্বিত উদ্যোগ
প্রথম আলো
প্রকাশিত: ২৭ আগস্ট ২০১৯, ১২:১৭
গত ৫ আগস্ট ২০১৯, প্রথম আলোর আয়োজনে এবং উবারের সহযোগিতায় সড়ক নিরাপত্তায় চাই সমন্বিত উদ্যোগ শীর্ষক গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত আলোচকদের বক্তব্য সংক্ষিপ্ত আকারে এই ক্রোড়পত্রে প্রকাশিত হলো। আলোচনাআব্দুল কাইয়ুম দেশে সড়ক দুর্ঘটনা কীভাবে আরও কমিয়ে অানা যায়, সংশ্লিষ্ট সবাইকে বিষয়টি গুরুত্বের সঙ্গে ভাবতে হবে। দুর্ঘটনা রোধে কী উদ্যোগ নেওয়া যায়, আরও কী করা প্রয়োজন,...