![](https://media.priyo.com/img/500x/https://eisamay.indiatimes.com/thumb/msid-70854228,width-650,resizemode-4/news-for-toi.jpg)
জেটলির শেষকৃত্যে ফোন চুরি বাবুল-সহ ১১ জনের
এইসময় (ভারত)
প্রকাশিত: ২৭ আগস্ট ২০১৯, ১২:১৭
crime: বাবুল সুপ্রিয় ছাড়াও ফোন খুইয়েছেন পতঞ্জলির মুখপাত্র এসকে তিজারাওয়ালা। সোমবার টুইটে তিনি অভিযোগ জানান, তিনি ছাড়াও ১০ জন আগের সন্ধেয় মোবাইল হারিয়েছেন। বিজেপি সাংসদ বাবুল সুপ্রিয়ও সেই তালিকায় রয়েছেন বলে জানান তিনি। টুইটটি তিনি ট্যাগ করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও দিল্লি পুলিশকে।
- ট্যাগ:
- আন্তর্জাতিক
- ফোন চুরি
- শেষকৃত্য
- অরুণ জেটলি
- ভারত