জেএমবি’র ভারতীয় শাখার আমীর গ্রেপ্তার

মানবজমিন প্রকাশিত: ২৭ আগস্ট ২০১৯, ০০:০০

বাংলাদেশে ও ভারতে নিষিদ্ধ জঙ্গি সংগঠন জামাত-উল-মুজাহিদিনের ভারতীয় শাখার ‘আমীর’ এজাজ আহমেদকে গ্রেপ্তার করা হয়েছে। কলকাতা পুলিশের এসপিএফের গোয়েন্দারা ইনটেলিজেন্স ব্যুরো ও গয়া পুলিশের সহযোগিতায় গতকাল বিহারের গয়ার পাঠানটোলি গ্রাম থেকে ৩০ বছরের এই জঙ্গিকে গ্রেপ্তার করেছে। তাকে ট্রানজিট রিমান্ডে কলকাতায় নিয়ে আসার জন্য আদালতে আবেদন জানানো হয়েছে। কলকাতা পুলিশের এক আধিকারিক জানিয়েছেন, এজাজ ভারতে জেএমবির হয়ে সংগঠনের কাজে লাগানোর জন্য যুবকদের সংগ্রহ করার দায়িত্ব পালন করতো। কওসর ও সারাউদ্দিনের মতো জেএমবির শীর্ষ জঙ্গিদের সঙ্গেও তার নিয়মিত যোগাযোগ ছিল। পুলিশ জানিয়েছে, বেশ কিছু জেএমবি সংক্রান্ত অভিযোগে তাকে খোঁজা হচ্ছিল। পেশায় কেমিক্যাল ইঞ্জিনিয়ার এজাজ পশ্চিমবঙ্গের বীরভূমের পাড়ুইয়ের বাসিন্দা। তবে সে বেশ কিছুদিন ধরেই গয়াতে আত্মগোপন করে থাকছিল। খাগড়াগড় ও বুদ্ধগয়া বিস্ফোরণ মামলার আসামি কওসর গ্রেপ্তার হওয়ার পরই ভারতীয় শাখার আমীর নিযুক্ত হয়েছিলেন বলে পুলিশ সূত্রে দাবি করা হয়েছে। সূত্রের খবর, কওসরকে জেরা করে ইজাজের সম্বন্ধে প্রথমে জানতে পারে এসটিএফ। এজাজের কাছ থেকে নানা ধরনের জেহাদি কাগজপত্র, ইলেকট্রনিক ডিভাইস পাওয়া গিয়েছে বলে পুলিশ জানিয়েছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে