ল্যাকমে ফ্যাশন উইকের শেষ দিন ছিল বলিউড তারকাদের দখলে
প্রথম আলো
প্রকাশিত: ২৬ আগস্ট ২০১৯, ১১:১১
বয়স ৭০ ছুঁই-ছুই। কিন্তু আজও তাঁর ব্যক্তিত্বময় উপস্থিতিতে মুগ্ধ সবাই। কাবেরির পোশাক পরে ল্যাকমের মঞ্চ আলো করলেন বলিউডের দাপুটে অভিনেত্রী শাবানা আজমি। গতকাল রোববার ল্যাকমে ফ্যাশন উৎসবের আনাচকানাচে বিদায়ের সুর।