চিত্রনায়িকা মাহিয়া মাহীর চলচ্চিত্র ক্যারিয়ারের শুরুটা হয়েছিল দারুণ। ‘ভালোবাসর রঙ’, ‘ ‘পোড়ামন’, ‘অগ্নি’, ‘দেশা দ্য লিডার’, ‘অগ্নি টু’, ‘কৃষ্ণপক্ষ’, ‘ঢাকা অ্যাটাক’ ছবিগুলোতে অভিনয় করে অল্প সময়ে আলোচনায় চলে আসেন তিনি। তবে মাঝে তার অভিনীত বেশকিছু ছবি ব্যবসায়িক সফলতা পেতে ব্যর্থ হয়। এ বিষয়টি নিয়ে মাহী নিজেও ভেবেছেন। তিনি বলেন, অনেকের অনুরোধ রাখতে গিয়ে ক্ষতি হয়েছে আমার। তবে এখন আমি নতুন সিদ্ধান্ত নিয়েছি। ভালো মানের ছবি না পেলে করবো না। অনুরোধ রক্ষা করতে গিয়ে মানহীন প্রজেক্ট আর করতে চাই না। দরকার হলে লম্বা সময় অপেক্ষা করতে চাই। সামনে মাহিয়া মাহী অভিনীত ‘অবতার’ ছবিটি মুক্তি পাবে। আগামী ১৩ই সেপ্টেম্বর ছবিটি মুক্তি পাওয়ার কথা রয়েছে। এ ছবিটি পরিচালনা করেছেন মাহমুদ হাসান শিকদার। এতে জে এইচ রুশো নামে নতুন এক নায়কের বিপরীতে দেখা যাবে মাহীকে। এরইমধ্যে এ ছবির ‘রঙিলা বেবি’ শিরোনামের গানে পারফর্ম করে বেশ সাড়া পেয়েছেন মাহী। বর্তমানে তার হাতে রয়েছে কয়েকটি ছবি। এগুলো হচ্ছে মোস্তাফিজুর রহমান মানিক পরিচালিত ‘আনন্দ অশ্রু’। আর অক্টোবরে তিনি শুরু করবেন রায়হান রাফী পরিচালিত নতুন ছবি ‘স্বপ্নবাজি’-এর কাজ। এ ছবিতে আরো অভিনয় করবেন সিয়াম, জান্নাতুল ফেরদৌস পিয়া, ঐশী। অন্যদিকে মাহী অভিনীত এবং রবিন খান পরিচালিত ‘মন দেবো মন নেবো’ ছবিটিও মুক্তির অপেক্ষায় রয়েছে।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.